Header Ads

Header ADS

Status

একটা বলকে অনেক জোরে মাটিতে ছুঁড়ে ফেললে দুইটা ঘটনা ঘটতে পারে। হয় বলটা অনেক চাপে পড়ে ফেটে যাবে, অথবা সেই একই বলটাই মাটিতে ড্রপ খেয়ে অনেক উপরে উঠবে। বলটি ফেটে যাবে নাকি উপরে উঠবে, তা নির্ভর করে বলটির সহ্য ক্ষমতার উপরে। আমাদের জীবনটাও সেরকমই। মানুষে মানুষে সম্ভাবনার পার্থক্যগুলো রচিত হয় জীবনে হোঁচট খাওয়া থেকেই।



" কারো সাথে বন্ধুত্ব করা, কথা বলা এবং তাকে বিশ্বাস করা কোনো অপরাধ নয়,,,অপরাধ হচ্ছে তার বিশ্বাসের অমর্যাদা করা,বন্ধুত্বের অবমূল্যায়ন করা,, আর কারো সাথে বন্ধুত্ব করা বা ইনবক্সে কথা বলা মানেই তার সাথে রিলেশন করা নয় "





বিপদে যেমন বন্ধু চেনা যায় ঠিক তেমন নিজেকেও চেনা যায়। তুমি কতটা ভেঙ্গে পড় আর কতটা শক্ত থাকো, তোমার নিজেকে এই সময়টাতেই চেনা যাবে। খারাপ সময় হল এক ধরনের ধৈর্য পরীক্ষা। যারা ধৈর্য ধরতে জানে তারাই আসলে পাশ করে।জীবন সহজ নয়, জটিলও নয়-জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি জটিল করি। ”
__হুমায়ূন আহমেদড. এ. পি. জে. আবদুল কালামের সেরা ৩০ টি উক্তি
পাল্টে দিতে পারে আপনার জীবন
.
২৭শে জুলাই ২০১৫ তারিখে পরলোকগত ভারতের
সাবেক রাষ্ট্রপ্রধান ও বিজ্ঞানী ড. এ.পি.জে.
আবদুল কালাম তার জীবদ্দশায় ৮৪ বছরের দীর্ঘ ও
সফল কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দর্শন
থেকে আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য
মহামূল্যবান বানী। তার থেকে বাছাইকৃত কিছু বানী
সবার জন্য নিচে তুলে ধরা হল:-
.
১. স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন
দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি
ঘুমিয়ে দেখ, স্বপ্ন হল সেটাই যেটা পুরণের
প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না।
.
২. তুমি তোমার ভবিষ্যত পরিবর্তন করতে পারবে না
কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং
তোমার অভ্যাসই নিশ্চিত ভাবে তোমার ভবিষ্যত
পরিবর্তন করবে।
.
৩. একটি ভাল বই একশত ভাল বন্ধুর সমান কিন্তু একজন
ভাল বন্ধু একটি লাইব্রেরীর সমান।
.
৪. সফলতার গল্প পড়ো না কারন তা থেকে তুমি শুধু
বার্তা পাবে। ব্যার্থতার গল্প পড় তাহলে সফল হওয়ার
কিছু ধারনা পাবে।
.
৫. জাতির সবচেয়ে ভাল মেধা ক্লাসরুমের শেষ
বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে।
.
৬. জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ট শিক্ষক।
জীবন শিখায় সময়কে ভালভাবে ব্যবহার করতে
সময় শিখায় জীবনের মূল্য দিতে।
.
৭. তোমার কাজকে ভালবাস কিন্তু তোমার
কোম্পানিকে ভালবাসো না। কারন তুমি হয়ত জান না
কখন কোম্পানিটি তোমাকে ভালবাসবে না।
.
৮. তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও,
তাহলে আগে সূর্যের মতো জ্বলো
.
৯. ছাত্রজীবনে বিমানের পাইলট হতে
চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ
হয়ে, হয়ে গেলাম রকেট বিজ্ঞানী
.
১০. জীবন হলো এক জটিল খেলা। ব্যক্তিত্ব
অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পার।
.
১১. জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায়। তাই
সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল
হওয়া উচিত।
.
১২. পরম উৎকর্ষতা হলো একটি চলমান প্রক্রিয়া। এটা
হঠাৎ করেই আসে না। ধীরে ধীরে আসে।
.
১৩. যারা মন থেকে কাজ করে না, তাঁরা আসলে কিছুই
অর্জন করতে পারে না। আর করলেও সেটা হয়
অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সব সময়ই একরকম
তিক্ততা থেকে যায়।
.
১৪. জীবন হলো একটি জটিল খেলা। ব্যক্তিত্ব
অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পার।
.
১৫. আমরা তখনই স্মরণীয় হয়ে থাকবো, শুধুমাত্র
যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও
নিরাপদ ভারত উপহার দিতে পারবো।
.
১৬. যদি কোন দেশ দুর্নীতিমুক্ত হয় এবং সবার
মধ্যে সুন্দর মনের মানসিকতা গড়ে ওঠে, আমি
দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক
জীবনে তিন রকম মানুষ থাকবে, যারা পরিবর্তন
আনতে পারেন। তারা হলেন পিতা, মাতা ও শিক্ষক।
.
১৭. শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মাঝে
অনুসন্ধানী, সৃষ্টিশীল, উদ্যোগী ও নৈতিক শিক্ষা
ছড়িয়ে দেয়া, যাতে তারা আদর্শ মডেল হতে
পারে।
.
১৮. তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো
ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে।
আবিষ্কারের নেশা থাকতে হবে। যেপথে কেউ
যায় নি, সে পথে চলতে হবে। অসম্ভবকে সম্ভব
করার সাহস থাকতে হবে। সমস্যা চিহ্নিত করতে হবে
এবং তারপর সফল হতে হবে। এগুলোই হলো
সবচেয়ে মহৎ গুণ। এভাবেই তাদেরকে এগিয়ে
যেতে হবে। তরুণদের কাছে এটাই আমার বার্তা
.
১৯. উৎকর্ষ একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এটা
কোনো দুর্ঘটনা নয়।
.
২০. জীবন এক কঠিন খেলা। এই খেলায় জয় তখনই
সম্ভব, যখন তুমি ব্যক্তি হিসেবে জন্মগতভাবে
পাওয়া অধিকারকে ধারণ করবে।
.
২১. জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা
আছে বলেই সাফল্যের এতো স্বাদ।
.
২২. যে হূদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে
কিছুই অর্জন করতে পারে না।
.
২৩. শিক্ষাবিদদের বিচক্ষণতা, সৃজনশীলতার পাশাপাশি
উদ্যোগী হওয়ার ও নৈতিক নেতৃত্বেরও শিক্ষা
দেওয়া উচিত। সেই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে
নিজেকে পথিকৃত্ হিসেবে প্রতিষ্ঠা করার যোগ্যতা
অর্জন করা উচিত।
.
২৫. যদি একটা দেশকে সম্পূণর্রূপে দুর্নীতিমুক্ত
ও একটা জাতিকে সুন্দর মনের অধিকারী করতে
হয়, তাহলে আমি বিশ্বাস করি, তিনজন ব্যক্তি
এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে
পারেন- বাবা, মা ও শিক্ষক।
.
২৬. আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না, আমরা
ব্যর্থতার উপরেও গড়ি।
.
২৭. একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ
থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন
ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে
অনেক বেশী শিখতে পারে ।
.
২৮. আকাশের দিকে তাকাও। আমরা একা নই। মহাবিশ্ব
আমাদের প্রতি বন্ধুপ্রতীম। যারা স্বপ্ন দেখে ও
সে মতো কাজ করে, তাদের কাছেই সেরাটা ধরা
দেয়।
.
২৯. আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুতগতিতে
বেশী বিক্রি হয়ে যায় সিগারেট ও বিড়ি। অবাক হয়ে
ভাবতাম, গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে
উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয়
কেন।
.
৩০. কাজ করতে পারে না; তাদের অর্জন
অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার
উদ্ভব ঘটায়।
 




 যে ভালবাসার সে ভালবাসবেই
যার ফিরে আসার সে ফিরে আসবেই

No comments

Powered by Blogger.